লিনাক্সে বাংলাতে লিখতে গিয়ে আমি কিছু সমস্যার সম্মুখীন হই। প্রথমত আমি অভ্রু দিয়ে লিখতাম। কিন্তু লিনাক্সে অভ্রু একটু পর পর ক্রাশ করে। কিছু কমিউনি ঘাটা ঘাটি করার পর অভ্রুর অল্টারনেটিভ Open Bangla Keyboard পেলাম। যেটা মোটেও বাগি না এবং অবশ্যই ওপেন সোর্স।
গত ৩ বছর যাবত আমি স্মুদলি Open Bangla keyboard ব্যবহার করে যাচ্ছি। তাই আমি লিনাক্সে বাংলা লেখার জন্য Open Bangla Keyboard সাজেস্ট করি।
প্রথমত আপনার পিসি তে বাংলা ফন্ট আছে কি না, তা চেক করে নিবেন যদি না থাকে তবে এই কমান্ড দিয়ে ইন্সটল করে নিতে পারেন। Menu তে গিয়ে Terminal ওপেন করে নিচের কমান্ড গুলি দিন।
sudo apt install fonts-beng
wget --no-check-certificate https://fahadahammed.com/extras/fonts/font.sh -O font.sh;chmod +x font.sh;bash font.sh;rm font.sh
Open Bangla keyboard ইন্সটল করতে, নিচের কমান্ড দিন।
Ubuntu, Linux mint এর জন্যঃ
bash -c "$(wget -q https://raw.githubusercontent.com/OpenBangla/OpenBangla-Keyboard/master/tools/install.sh -O -)"
Arch Linux and It's derivatives
pacaur -S openbangla-keyboard
yay -S openbangla-keyboard
yaourt -S openbangla-keyboard
এখানেই কিন্তু শেষ না। আপনার Desktop Environment অনুযায়ী কনফিগার করতে হবে।
Linux Mint বা Cinnamon DE এর জন্যঃ
স্টার্ট মেনু থেকে `ibus preferences` search করে click করুন।
এরপর এরকম একটি Window আসবে সেখানে `Input Method` tab এ গিয়ে `Add` বাটন এ ক্লিক করুন।
এই Window তে `three dot` অংশে ক্লিক করার পর সব ভাষার লিস্ট আসবে, সেখান থেকে `Bangla` নির্বাচন করুন।
এবার `OpenBangla Keyboard` নির্বাচন করুন এবং `Add` বাটন চাপুন।
এবার একবার logout করে login করুন। এখন থেকে OpenBangla Keyboard ব্যবহার করে টাইপ করতে পারবেন
Cinnamon desktop environment -এ `super+space` প্রেস করলে `IBus` এর `input method` পরিবর্তন হয় না। এই সমস্যাটির সমাধান করতে `ibus preferences` এর `General` Tab -এ যেতে হবে। এরপর Next Input Method এর শেষে `Three dot` -এ ক্লিক করতে হবে।
এরপর `Super` -এর টিক চিহ্ন তুলে দিয়ে `Control` -এ টিক চিহ্ন দিতে হবে। এরপর apply তে ক্লিক করে ok তে ক্লিক করলে `ctrl+space` শর্টকাটের মাধ্যমে আপনি ইনপুট মেথড পরিবর্তন করতে পারবেন।
Ubuntu এর জন্য এই লিংক এ ক্লিক করুন।
@2024 Design & Built by Aariyan
No Copyright. Code is free to use & Open-Source